এশিয়া কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না, ভারতকে দুবাই যেতে হবে: এসিসি!
এশিয়া কাপ শেষ হওয়ার এক মাস পেরিয়েও শিরোপা নিয়ে নাটকীয়তা অবসান ঘটছে না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ট্রফি দেশে না নিয়ে ফেরা ভারত সেটি ফেরত চেয়েছে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ট্রফি ভারতে পাঠানো হবে না; ভারতীয় দলকে এটি ব্যক্তিগতভাবে দুবাই এসে সংগ্রহ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেছিল। নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারত এই সিদ্ধান্ত নিয়েছিল।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এসিসিকে ইমেইল পাঠিয়ে ট্রফি হস্তান্তর করার অনুরোধ জানায়। এর জবাবে মহসিন নাকভি জানিয়েছেন, ট্রফি ভারতে পাঠানো হবে না, ভারতীয় কর্মকর্তা ও খেলোয়াড়দের দুবাই এসে ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে।
নাকভি আরও জানান, নভেম্বরে দুবাইয়ের এসিসি সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে ভারতীয় দল উপস্থিত থেকে ট্রফিটি গ্রহণ করতে পারবে।