ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।
নিহতের চাচা মো. আনিছুর রহমানের জানান, শনিবার (১০ জানুয়ারি) রাতে নাজমুল নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ও সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।