টাইমস টুডে’র বার্তা ও ডিজিটাল বিভাগে কাজের সুযোগ
নতুন প্রজন্মের আধুনিক গণমাধ্যম ‘টাইমস টুডে’ (Times Today) সাংবাদিকতায় সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ে এক নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে। ক্রিয়েটিভ গ্রুপের মালিকানাধীন এই আধুনিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বার্তা বিভাগ ও ডিজিটাল বিভাগে একাধিক পদে দক্ষ জনবল নিয়োগ দিচ্ছে। টাইমস টুডে কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় দক্ষ, সৃজনশীল এবং পেশাদার মনোভাবসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ, সাবলীল বাচনভঙ্গি ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে। ডিজিটাল মিডিয়া কনটেন্ট, অনলাইন নিউজ প্রোডাকশন এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা (মেটা ও ইউটিউব) সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং একইসাথে বার্তা বিভাগ সংশ্লিষ্ট সকল পদে লাইভে কানেক্ট থাকার আগ্রহ, অভিজ্ঞতা ও সক্ষমতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে। টাইমস টুডের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা অন্যান্য সুবিধাও পাবেন।
ভিডিও এডিটরদের এডোবি প্রিমিয়ার প্রো ও এডোবি আফটার ইফেক্ট ও গ্রাফিক্সে দক্ষ হতে হবে। মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার, মোবাইল সাংবাদিকতা, শট লিস্টিং ও ফিল্ড রেকর্ডিংয়ে পারদর্শী হতে হবে। গ্রাফিক্স ডিজাইনারদের মোশন গ্রাফিক্স, প্রোমো ও ব্র্যান্ডিং ভিডিও তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রেজেন্টারদের টোন কন্ট্রোল, উপস্থাপনা দক্ষতা ও স্টুডিও প্রেজেন্টেশনে পারদর্শী হতে হবে। মার্কেটিং টিমের সদস্যদের ব্র্যান্ড কোলাবোরেশন, কন্টেন্ট ক্যাম্পেইন ও টার্গেট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। সকল পদের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে ন্যূনতম ২–৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বার্তা বিভাগে নিউজ এডিটর (২ জন), জয়েন্ট নিউজ এডিটর (২ জন), চিফ রিপোর্টার (১ জন), অ্যাসাইনমেন্ট এডিটর (১ জন), ন্যাশনাল ডেস্ক ইনচার্জ (১ জন), সিনিয়র রিপোর্টার (৮ জন), সিটি রিপোর্টার (১০ জন), প্রেজেন্টার (২ জন), সিনিয়র সাব এডিটর/ নিউজরুম এডিটর (১৫ জন), বিভাগীয় ব্যুরো প্রধান (৮ জন), জেলা প্রতিনিধি (সকল জেলা), উপজেলা প্রতিনিধি (সকল উপজেলা) ও ক্যাম্পাস প্রতিনিধি (সকল বিশ্ববিদ্যালয়)।
এছাড়া ব্রডকাস্ট ও আউটপুট বিভাগে ব্রডকাস্ট আউটপুট ইঞ্জিনিয়ার (১ জন), মার্কেটিং বিভাগে হেড অব মার্কেটিং (১ জন), মার্কেটিং অফিসার (১ জন), প্রোগ্রাম ও প্রোডাকশন বিভাগে সিনিয়র প্রডিউসার (১ জন), প্রডিউসার (১ জন), ক্রিয়েটিভ টিমে ভিডিও এডিটর (৮ জন), ক্যামেরা পার্সন (১০ জন), গ্রাফিক্স ডিজাইনার (২ জন), টেকনিক্যাল টিমে লাইটম্যান (১ জন), মেকআপ আর্টিস্ট (২ জন), স্টোর কিপার (১ জন) এবং সাপোর্ট টিমে অফিস সহকারী (২ জন) ও চালক (১ জন) পদে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আধুনিক সাংবাদিকতা ও প্রযুক্তির সমন্বয়ে একটি শক্তিশালী নিউজ টিম গড়ে তুলতেই এই নিয়োগ কার্যক্রম নেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ও আবেদন করতে https://timestodaybd.com/career এই লিংকে ভিজিট করতে বলা হয়েছে। একইসাথে careertimestodaybd@gmail.com এই মেইলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সকল শূন্য পদে আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর ২০২৫।