বিপিএল থেকে ছিটকে পড়লেন সর্বোচ্চ রান সংগ্রাহক
এবারের বিপিএলে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। আর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এই ফ্রাঞ্চাইজিটির দুর্দান্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন অ্যাডাম রসিংটন। তবে চট্টগ্রামের জন্য বড় দুঃসংবাদ, দলটির ইংলিশ এই ব্যাটার চোটে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।
গতকাল সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ওই চোট পান রসিংটন। বিনুরা ফার্নান্দোর খানিকটা লাফিয়ে ওঠা বল আঘাত করে অ্যাডাম রসিংটনের আঙুলে, ব্যাথায় কাতর হয়ে ওঠা এই ব্যাটার মাঠে শুশ্রূষার পর আবার ব্যাটিং চালিয়ে গেছেন যান। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। পুরোনো চোটের জায়গাতেই নাকি আবার আঘাত পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।
বিপিএলের এবারের আসরে আর খেলার সুযোগ না থাকায় নিজ দেশের ফিরছেন রসিংটন এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। নাফিস জানান, ‘রসিংটনের যে আঙুলে চোট লেগেছে সেখানে আগেও চোট ছিল তার। গতকাল ইনজুরির পর আঙুলের স্ক্যান করানো হয়। তাকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। আর সে কারণেই এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। নাফিস জানিয়েছেন, রসিংটনের জায়গায় বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করে দিয়েছে চট্টগ্রাম।’
বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন রসিংটন। প্রথমবার বিপিএল খেলতে এসে ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেছেন তিনি। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে বেশ কার্যকর উদ্বোধনী জুটি গড়ে তুলেছিলেন রসিংটন। এছাড়া উইকেটের পেছনেও অসাধারণ ৩২ বছর বয়সী ক্রিকেটার। এক ম্যাচে চার স্টাম্পিংয়ের রেকর্ডও করেছেন।
এবারের বিপিএল শুরুর আগে মালিকানা নিয়ে জটিলতা দেখা গেলেও টুর্নামেন্ট শুরুর পর সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রাঞ্চাজিটি। এরমধ্যেই সেরা তারকাকে হারানো বড় ধাক্কাই দলটির জন্য। চট্টগ্রামের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার মিরপুরে নোয়াখালীর বিপক্ষে।