নতুন ক্লাবকে ‘আদর্শ জায়গা’ বললেন এন্ড্রিক
ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্ড্রিক বলেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে নিজের
ক্যারিয়ার নতুন করে গড়তে ফরাসি লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিঁও তার জন্য ‘আদর্শ জায়গা’।
শুক্রবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর
বয়সী এন্ড্রিক বলেন, ‘আমি বিশ্বকাপে খেলতে লড়াই করব।’ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে বিশ্বকাপ।
গত মে মাসে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার
পর জাতীয় দলে আর ডাক পাননি এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিঁওতে খেলতে গেছেন এই
ফরোয়ার্ড। চুক্তিতে তাকে স্থায়ীভাবে কেনার কোনো অপশন নেই। রবিবার (১১ জানুয়ারি) ফ্রেঞ্চ
কাপে লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে লিঁওর হয়ে অভিষেক হতে পারে তার।
এন্ড্রিক বলেন, ‘আমি আমার জন্য আদর্শ ক্লাব খুঁজে পেয়েছি। মাঠে নামার জন্য
আর অপেক্ষা করতে পারছি না।’ বর্তমানে লিগ ওয়ানে পঞ্চম স্থানে আছে লিঁও, শীর্ষে থাকা
লঁসের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।
মৌসুমের প্রথম ভাগে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগায় মাত্র
১১ মিনিট খেলেছেন এন্ড্রিক। ২০২৪ সালে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেন তিনি। এর আগের
মৌসুমে যখন আনচেলত্তিই রিয়ালের কোচ ছিলেন, তখন সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলেছিলেন
এন্ড্রিক। করেছিলেন সাত গোল, একটি অ্যাসিস্ট।
বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে।
এরপর তারা খেলবে হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।