ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বিসিবি
আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বিসিসিআইয়ের সাথে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে এখনও অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন, ভেন্যু নিয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত।
বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। বিসিবি সভাপতি আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যে আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে। তিনি বলেন, সহজ হিসাব হলো, দুবাইয়ে এখন সাপ্তাহিক ছুটি চলছে। তাই হয়তো সপ্তাহের শুরুতেই আমরা পেশাদার কোনো প্রতিক্রিয়া পাব।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে, কলকাতার পরিবর্তে ভারতের অন্য কোনো শহরে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে বলেন, ভারতের অন্য ভেন্যুগুলো তো ভারতেরই অংশ। ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আমাদের কাছে আসেনি। তবে আমাদের আপত্তি অত্যন্ত সুনির্দিষ্ট।
বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে, ভেন্যু স্থানান্তরের বিষয়ে আইসিসি থেকে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প কোনো কঠোর পথ বেছে নিতে বাধ্য হবে। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া এই ক্রিকেটীয় দ্বৈরথ এখন বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের অংশগ্রহণকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আইসিসি যদি মধ্যস্থতা করতে ব্যর্থ হয়, তবে আসন্ন বিশ্বকাপে এশিয়ার এই দুই বড় শক্তির মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।