আফগানিস্তানের কাছে সিরিজ হেরে বিশ্বকাপের সরাসরি যোগ্যতা ঝুঁকিতে বাংলাদেশ!
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর আফগানরা তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে, দ্বিতীয় ম্যাচে ৮১ রানের ব্যবধানে হারের পরও বাংলাদেশের বিশ্বকাপের সরাসরি যোগ্যতা ঝুঁকির মধ্যে পড়েছে।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪ দল। সরাসরি খেলার সুযোগ পাবেন র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ১০ম অবস্থানে থাকায় সরাসরি World Cup খেলার সম্ভাবনা সংকুচিত হয়েছে।
বাংলাদেশকে সরাসরি যোগ্যতা পেতে হলে আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জিততে হবে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে হারের ফলে র্যাংকিংয়ে উন্নতির সুযোগও সীমিত হয়ে গেছে। শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ হিসেবে গণ্য হবে। এই সিরিজই বাংলাদেশের র্যাংকিং উন্নতির শেষ সুযোগ। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো, র্যাংকিংয়ে শীর্ষ ৮-এ না উঠলে টাইগারদের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে।