বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন তামিম, লড়বেন রাজ্জাক ও খালেদ মাসুদও!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্লাব ক্যাটাগরি থেকে তার পক্ষ হয়ে ফরম সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।
এর আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি এই পদে লড়তে নিজের নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন। এছাড়া সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সি ক্যাটাগরি থেকে ফরম সংগ্রহ করেছেন।
বিসিবি নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ভিত্তিক ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া এনএসসি থেকে আরও দুজন পরিচালক মনোনীত হবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন ক্যাটাগরির কাউন্সিলরদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলেছে।
নির্বাচনে অংশ নেওয়া এই নামি ক্রিকেটারদের মনোনয়ন কার্যক্রম নতুন উদ্দীপনা যোগ করেছে বিসিবি নির্বাচনের পরিবেশে।