এশিয়া কাপ ফাইনাল: দুবাইয়ে আজ ভারত—পাকিস্তান মুখোমুখি
এশিয়া কাপ ফাইনালে আজ (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে তিনি করেছেন ৩০০ রান। শেষ তিন ম্যাচে টানা তিনটি অর্ধশতক হাঁকিয়ে ফাইনালেও ঝড় তোলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে তাকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এক অনুষ্ঠানে অভিষেক শর্মার পরিবর্তে ভুল করে তিনি বলে বসেন “অভিষেক বচ্চন”! দ্রুতই ভুল বুঝতে পারলেও ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনায় মজার ছলে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তিনি টুইটে লিখেছেন— “স্যার, সম্মান রেখেই বলছি… ওরা আমার উইকেটও নিতে পারবে না! আর আমি তো ক্রিকেট খেলতেই পারি না।”
এদিকে পাকিস্তান দলের লক্ষ্য থাকবে আসল অভিষেক—অভিষেক শর্মার উইকেট দ্রুত ফেলে দেওয়া। কারণ তার ব্যাট থেকেই ভারতের সবচেয়ে বড় ভরসা ফাইনালে।