লিটনের নেতৃত্বে টি২০ দলের এশিয়া কাপ প্রস্তুতি শুরু!
বাংলাদেশ জাতীয় টি২০ দল এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দল গঠনের দায়িত্বে রয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। গত মে মাসে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু করা দলটি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
লিটনের দলে মূল স্কোয়াড অক্ষত রাখার পরিকল্পনা রয়েছে। বিকল্প ওপেনার হিসেবে নাঈম শেখকে ১৫ সদস্যের দলে রাখা হতে পারে। তবে নাঈমের সাম্প্রতিক পারফরম্যান্স উদ্বেগজনক—শেষ সাত ম্যাচে রান করেছেন মাত্র ৩২*, ৩, ১০, ৫, ২৫, ৫ ও ২৫। এ কারণে উদীয়মান ওপেনার জিসান আলমের সম্ভাব্য সুযোগ নিয়ে কোচ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছে।
টপঅর্ডার ব্যাটিংয়ে শান্তর ফেরার সম্ভাবনা কম। লিটন ও তানজিদ-ইমন জুটি ওপেনিংয়ে থাকবে। মিডলঅর্ডার ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারী থাকবেন। উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহান বিবেচনায় নেই।
স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও বাঁহাতি নাসুম আহমেদ। পেস আক্রমণে চারজন পেসার—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব—অবস্থান পাবেন। অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিন দলে থাকবেন।
মেহেদী হাসান মিরাজ পিতৃত্বকালীন ছুটিতে থাকায় তাঁর বদলি নাও নেওয়া হতে পারে। লিটনের দল এশিয়া কাপের আগে আরও প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।