ভারতের বিপক্ষে ব্যর্থ হলেও দেশে ‘বীর’ ফারহান, বিতর্কিত সেলিব্রেশনে সতর্ক আইসিসি!
সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় বাবর আজমের দল। শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে জয় পায়নি তারা।
তবুও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান। খাইবার পাখতুনখোয়ার চারসদ্দা গ্রামে নিজের বাড়িতে ফিরলে স্থানীয়রা তাকে গলায় মালা পরিয়ে বরণ করে নেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ফারহান হাসিমুখে সেই অভ্যর্থনা গ্রহণ করছেন।
এশিয়া কাপে ব্যর্থ হলেও ব্যাট হাতে পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন ফারহান। সাত ম্যাচে করেছেন ২১৭ রান, যার মধ্যে দু’টি ফিফটি ভারতের বিপক্ষে। তবে সুপার ফোরের ম্যাচে ফিফটি পূর্ণ করার পর বন্দুক তাক করার ভঙ্গিতে উদযাপন করে বিতর্কে জড়ান তিনি।
এই উচ্ছ্বাস, যা ক্রিকেট দুনিয়ায় ‘একেকে-৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত, নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ভারত আইসিসির কাছে অভিযোগ জানালে ফারহানকে সতর্ক করে ম্যাচ রেফারি। তবে সূর্যকুমার যাদবের “পেহেলগাম” মন্তব্যের জন্য পাকিস্তানও পাল্টা অভিযোগ তোলে।
ফারহান বলেছিলেন, “ওটা ওই মুহূর্তেই মাথায় এসেছিল। আমি সাধারণত অর্ধশতরান করেও উল্লাস করি না। হঠাৎ মনে হলো এবার করব, তাই করেছিলাম। কে কীভাবে নিয়েছে, সেটা নিয়ে আমি ভাবি না।”
বিতর্ক সত্ত্বেও স্থানীয় সমর্থকদের চোখে ফারহান এখন ‘নায়ক’। গ্রামে ফেরার পর তার হাতে একটি ব্যাটও তুলে দেওয়া হয়, যেখানে লেখা ছিল— ‘Gun Mode’।