ভারত ট্রফি নিল না, পাকিস্তানি অধিনায়ক ছুড়ে ফেললেন চেক!
রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে মাঠের বাইরের নাটকীয়তায় ট্রফির চেয়েও বড় হয়ে উঠেছে দুই দলের দ্বন্দ্ব।
পাকিস্তানের মন্ত্রী ও এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভিও ট্রফি দেওয়ার দায়িত্ব কাউকে দেননি। ফলে শিরোপা জয়ের পরও সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করতে বাধ্য হন। এ কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে দেরি হয় প্রায় এক ঘণ্টা।
বিতর্ক এখানেই শেষ হয়নি। রানার্স-আপ হিসেবে প্রাইজমানির চেক নিলেও মুহূর্তের মধ্যেই সেটি মাটিতে ছুড়ে ফেলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ঘটনাটি দেখে বিস্মিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও এসিসি প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল, যিনি চেকটি হস্তান্তর করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগা অভিযোগ করেন, ভারত কেবল পাকিস্তানকেই নয়, গোটা ক্রিকেটকেই অসম্মান করেছে। তিনি বলেন, “ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, নাকভির কাছ থেকে ট্রফিও নেয়নি। এভাবে যদি দলগুলো আচরণ করতে শুরু করে, তাহলে ছোটরা কী শিখবে? ক্রিকেটারদের রোল মডেল হওয়া উচিত।”
ফাইনালের আগে থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। টসের পর সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়কের সঙ্গে ছবি তুলতে বা হাত মেলাতে রাজি হননি। অন্যদিকে পাকিস্তানও ভারতীয় সঞ্চালকের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। এমনকি ভারতের জাতীয় সঙ্গীত চলাকালে পাকিস্তানি দুই খেলোয়াড়কে হাসতে হাসতে গল্প করতেও দেখা গেছে।
ফলে মাঠের জয়ে ভারত এগিয়ে থাকলেও, ফাইনালের পর রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে ক্রিকেটীয় সৌহার্দ্যের জায়গা প্রশ্নের মুখে পড়েছে।