এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে কাগজে-কলমে এগিয়ে ভারত হলেও পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ নেই।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে জয়ী হয়েছিল পাকিস্তান। চলতি আসরে তবে পাকিস্তান ভারতের কাছে দুটি ম্যাচ হেরেছে। তৃতীয় দেখায় কি প্রতিশোধ নিতে পারবে সালমান আলী আঘার দল—সেটাই এখন প্রশ্ন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশই ভারতের বিপক্ষে মাঠে নামাতে পারে পাকিস্তান।
ওপেনার: সাহিবজাদা ফারহান, ফখর জামান
ওয়ানডাউন: সাইম আইয়ুব
মিডল অর্ডার: সালমান আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার)
অলরাউন্ডার/স্পিন: মোহাম্মদ নেওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ
পেস আক্রমণ: শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফাহিম আশরাফ
স্পিনে আবরার আহমেদ এর ইকোনমি (৫.০২) এখন পর্যন্ত সর্বনিম্ন, আর পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।