ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশনে স্বর্ণপদক জয়, বাংলাদেশের গৌরব জাহিদ হাসান জিহাদ!
স্বপ্ন ছোঁয়ার আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব উজ্জ্বল করলেন চুয়াডাঙ্গার দর্শনার তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WISE) ২০২৫-এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে তার তৈরি রোবট ‘হেক্সাগার্ড রোভার’।
জিহাদ দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা। চার দিনব্যাপী এই বৈশ্বিক প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ২০০ দল অংশ নেয়। আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বিচারকদের দৃষ্টি কেড়ে নেয় জিহাদের তৈরি রোভারটি এবং শেষ পর্যন্ত স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ।
রোবটটি দুর্যোগ মোকাবিলা, সামরিক নিরাপত্তা এবং উদ্ধার কার্যক্রমে ব্যবহারের উপযোগী। এতে রয়েছে ১৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা, স্টেইনলেস স্টিল বডি, ধোঁয়া ভেদকারী ক্যামেরা, ও গ্যাস সেন্সর। ফায়ার সার্ভিস যেখানে পৌঁছাতে পারে না, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম এই রোভার।
সামরিক ক্ষেত্রে এটি বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়, মেটাল ডিটেকশন, এবং সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করতে পারে। সীমান্ত নজরদারিতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা ও লাইভ ট্র্যাকিং সিস্টেম। এছাড়া শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস শনাক্ত, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ এবং দুর্যোগ এলাকায় খাদ্য ও ওষুধ সরবরাহেও এটি ব্যবহৃত হতে পারে।
জিহাদ জানান, “এই রোভার আগুন নেভানো থেকে শুরু করে সামরিক নিরাপত্তা ও উদ্ধার অভিযানে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এটি আরও উন্নত সংস্করণে তৈরি করার পরিকল্পনা রয়েছে।”
প্রায় এক বছর ধরে নিরলস পরিশ্রমের পর জিহাদ এই রোভার তৈরি করেন। তাকে সহযোগিতা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোহা বিন আসাদ দীপ।
ক্লাবের সভাপতি শরিফুল আলম মিল্টন বলেন, “খুলনা বিভাগ থেকে প্রথমবারের মতো বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েই স্বর্ণপদক পাওয়া বিশাল গর্বের বিষয়।”
এর আগে জিহাদ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম, WISE বাংলাদেশ রাউন্ডে সিলভার মেডেল, এবং ড্রিমস অব বাংলাদেশ স্পেশাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “জিহাদের অর্জন দেশের জন্য গর্বের। তার মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।”
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “জিহাদ আমাদের ‘রত্ন’। তার উদ্ভাবন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।”