"পাঁচ লাখ নয়, শুধু পঞ্চাশ হাজার টাকা"
যশোর সদরের রামনগর ইউনিয়নের পুকুরকুল ঈদগাহপাড়ায় বসবাস করেন তরিকুল ইসলাম, বয়স মাত্র ত্রিশ ছয়। তিন বছর আগে একটি দুর্ঘটনায় গাছ থেকে পড়ে তার কোমর ও পা ভেঙে যায়। সেই দিন থেকে তিনি শয্যাশায়ী; হাঁটাচলা করতে পারলেও অতি কষ্টে কুঁজো হয়ে সামান্য চলাফেরা করতে পারেন।
অপারেশনের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন। কিন্তু দারিদ্র্যের কারণে তরিকুল তা জোগাড় করতে পারছেন না। সংসারে আছে দুই সন্তান, বৃদ্ধ মা এবং স্ত্রী। প্রতিদিনের জীবন কষ্ট আর সংযমের মধ্যে কেটে যাচ্ছে।
তরিকুলের আশা হলো, যদি এই অপারেশনটি করা যায়, তিনি অন্তত কিছুটা সুস্থ হয়ে আবার সংসারের হাল ধরতে পারবেন। কিন্তু অভাবের কারণে স্বপ্নটুকুও হয়ে উঠেছে অধরা।
অসহায় মা কাঁদতে কাঁদতে বললেন— “আমরা খুবই কষ্টে আছি। আগেও এলাকাবাসী সহযোগিতা করেছে, কিন্তু তারা আর কতটুকুই বা দেবে?”
একমাত্র পঞ্চাশ হাজার টাকা তরিকুলের পরিবারের জীবনেও হাসি ফিরিয়ে আনতে পারে। সামান্য সহায়তাই তার জীবনে আশা ও আলো জ্বালাতে পারে।