নরসিংদীর হাজীপুরে কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
নরসিংদীর হাজীপুরে এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি হাজীপুরের একটি বাসা ভাড়া নিয়ে সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন। হত্যার কারণ এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে এসে দা দিয়ে ঘাড়ে উপর্যুপরি আঘাত করেন এবং পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।