কুড়িলে গ্যাস লিকেজে দগ্ধ ৩
রাজধানীর কুড়িল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. মাসুদ মিয়া, মো. শামসুদ দোহা এবং মো. লুৎফর রহমান
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত
রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক
ডা. মো. শাওন বিন রহমান জানান, কুড়িল এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মাসুদের শরীরের প্রায় ১৫ শতাংশ, শামসুদ দোহার ১৮ শতাংশ এবং লুৎফর রহমানের
৭ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসক আরও জানান, দগ্ধ
তিনজনেরই মুখমণ্ডল আংশিকভাবে পুড়ে গেছে।