বিজয় দিবসে যেসব সড়ক এড়াতে বলল ডিএমপি
মহান বিজয় দিবস উপলক্ষে
আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প পথে
চলাচলের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত
আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণকে কেন্দ্র করে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার পর্যন্ত সড়কে ভোর ৩টা থেকেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা গমনাগমন করবেন।
এ কারণে ভোর ৩টা
থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প
সড়ক ব্যবহারের জন্য যানবাহন চলাচলে অনুরোধ করেছে পুলিশ।
অনুষ্ঠান চলাকালীন নগরবাসীকে
পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচলের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে
ডিএমপি নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।