রাবিতে প্রথম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বৈজ্ঞানিক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘1st Scientific Conference of Veterinary and Animal Sciences 2025’। এ উপলক্ষে গত বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তুতি, আয়োজন এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Innovation, Application and Future Trends in Animal Health and Production’। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, রোগ নির্ণয়, খাদ্য নিরাপত্তা ও প্রাণিস্বাস্থ্য বিষয়ে সাম্প্রতিক গবেষণাকে সামনে আনতেই এই আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে মোট ১৪৬টি প্রবন্ধ জমা পড়ে। এর মধ্যে ৪২টি ওরাল এবং ১০২টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি অনুষদের সর্বোচ্চ সিজিপিএধারী দুই ব্যাচের শিক্ষার্থীকে প্রদান করা হবে ডিনস অ্যাওয়ার্ড।
সম্মেলনের প্রধান অতিথি থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো–ভিসি প্রফেসর ড. মো. মাইনুদ্দীন এবং প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম।প্লেনারি প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. লুৎফর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বাহানুর রহমান।
সম্মেলনে বৈজ্ঞানিক সেশন, বিশেষজ্ঞ আলোচনা, পোস্টার প্রদর্শনীসহ নানা একাডেমিক কার্যক্রম থাকবে। আয়োজকদের মতে, রেজিস্ট্রেশন, লজিস্টিক, প্রযুক্তি ও অতিথি আপ্যায়নসহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা আরও জানান, প্রাণিসম্পদ খাতে আধুনিক গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রবণতা নিয়ে নতুন দিকনির্দেশনা তৈরি করতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।