জকসুর যে কেন্দ্রে ভোট পেলেন না শিবিরের প্রার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের
মধ্যে ২৫টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বোটানি বিভাগ, চারুকলা
অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স
বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল
ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সংগীতসহ বেশ কয়েকটি বিভাগের ফল প্রকাশ
করা হয়।
সর্বশেষ ফলাফলে সংগীত বিভাগে
ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম
রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে বিভাগটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী
রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট।
এক ভোটও পাননি শিবিরের
জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। অন্যদিকে জিএস পদে ছাত্রদলের
খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।
সর্বমোট প্রকাশিত ২০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভিপি রিয়াজুল ২৩১৬ (শিবির); এ কে এম রাকিব ২৪০৪ (ছাত্রদল ও ছাত্র অধিকার); জিএস আব্দুল আলিম আরিফ ২৪৮৭ (শিবির), খাদিজাতুল কুবরা ১১০৪ (ছাত্রদল); এজিএস মাসুদ রানা ২২৩৪ (শিবির) তানজিল ২০৪১ (ছাত্রদল)।
এখনো মোট ১৪টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।