শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ
খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তবে তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি। সালাহউদ্দিন বলেন, তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।
বিএনপির এই নেতা বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনি কৌশল, নির্বাচনি প্রচারসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।
২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি।