দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধে গণভোটে ‘হ্যাঁ’ দিন: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির
(এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের
প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন কামনা করেছেন। তিনি
বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। পাশাপাশি
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা
ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা কি
দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে-মেয়েরা
ঠিকভাবে পড়াশোনা করে ভালো চাকরি পাক—সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন
হোক—সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন।’
তিনি দুর্নীতিকে বড় একটি
ট্যাংকের ছিদ্রের সঙ্গে তুলনা করে হাসনাত বলেন, ট্যাংকে যতই পানি ঢালা হোক, ছিদ্র থাকলে
পানি ধরে রাখা যায় না—ঠিক তেমনি দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন টেকসই হয় না। ‘আমাদের
আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে,’ বলেন তিনি। তার মতে, এবারের নির্বাচন হবে দুর্নীতি
ও চাঁদাবাজি বন্ধের নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
এ সময় তিনি তরুণ প্রজন্মসহ
সব শ্রেণি-পেশার মানুষকে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি দাবি করেন,
তাদের পক্ষ থেকে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি। ‘আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব। প্রয়োজনে ভোট চাইতে পায়ে ধরে অনুরোধ করব—চুরি বা দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করাই
সম্মানের,’ বলেন তিনি।
সভা শেষে এনসিপির প্রতীক
‘শাপলা কলি’তে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ।