ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক অবরোধে ফৌজদারহাটে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দেশের ব্যস্ততম এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। এরপর পৌনে ১২টার দিকে তারা সড়কের মাঝখানে বসে পড়লে পুরো মহাসড়কেই থমকে যায় যানবাহন চলাচল। এতে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী উভয় লেনে আটকা পড়ে অসংখ্য বাস, ট্রাক ও প্রাইভেটকার।
অবরোধকারীদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে অফিস সংযুক্ত (ওএসডি) করে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং পরিবার নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে গতকাল শনিবার সকাল থেকেই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে তারা তাদের আন্দোলন শুরু করেন।
অবরোধের কারণে মহাসড়কে আটকা পড়ে শত শত যাত্রী। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোর চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে দুপুর পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।