“পুরাতন রাজনীতি ভুলে নতুন রাজনীতি করুন” —ব্যারিস্টার ফুয়াদ
কুড়িগ্রামে মঙ্গলবার (২১ অক্টোবর) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একাধিক পথসভা ও সাংবাদিক বৈঠকে বলেন, নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলো লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়। তিনি মন্তব্য করেন, “যদি গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলোর ওয়াদা বাস্তবায়ন হতো অর্ধেকটাও, তাহলে কুড়িগ্রামে মঙ্গা হতোনা, রাস্তা-ঘাট কাঁচা থাকত না।”
ফুয়াদ বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি দেশব্যাপী পথসভা করছে। তিনি স্থানীয় কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনারা কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় কৃষকের ভবিষ্যত বিক্রি করা হয়েছে। চাউল ও ডালের ন্যায্য মূল্য না নির্ধারণের কারণে কুড়িগ্রামের কৃষকরা সম্মানিত জীবনযাপন করতে পারছে না।”
তিনি আরও বলেন, “নতুন রাজনীতি করতে হবে যদি আপনারা ভাগ্য বদলাতে চান। এটি আপনারা চয়েজ। অধিকার ফিরিয়ে পেতে চান নাকি দাসত্বের জীবন চান? গুন্ডাদের নির্বাচিত করলে সারাজীবন ভুগতে হবে।”
ফুয়াদ অব্যাহত রেখে বলেন, বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। “আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতি ফিরিয়ে আনব। আমরা বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতি করি।”
এসময় কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “তিনি গরীবের ডাক্তার।”
ফুয়াদ দুপুরে কুড়িগ্রামের রাজারহাট বাজার, ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়া এবং বিকেলে সদর উপজেলার শুলকুর বাজারে পথসভা করেন। সভায় এবি পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।