নারীর মর্যাদা ও দেশপ্রেমের শিক্ষা দেয় আমাদের সংগঠন — জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সংগঠনকে নারী বিদ্বেষী হিসেবে দেখানো হয়, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, এবং ছাত্রশিবিরও সেই আদর্শ অনুসরণ করে ছাত্রীদের উৎসাহিত ও সমর্থন করে।
সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির হিন্দু ভাই-বোনসহ সবার পাশে ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এমন দেশপ্রেমিক তৈরি করি, যেখানে কোনো জুলুম-নির্যাতন বা লুটপাট থাকবে না।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছাত্রশিবিরে যোগ দেয়া বাধ্যতামূলক নয়। তবে সংগঠন সম্পর্কে জানতে পড়াশোনা করতে পারেন। স্বপ্ন বাস্তবায়নে যা করণীয়, সেটাই করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, সাতক্ষীরা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাসুদুজ্জামান।