হুমায়রা আসগরের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ভিত্তিহীন: ভাই নাভিদ আসগর
পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের মৃত্যুর ঘটনায় নানা রকম গুজব ও শিরোনাম তৈরি হলেও সেসব তথ্য অমূলক ও ভুল ব্যাখ্যা বলে জানিয়েছেন তার ভাই নাভিদ আসগর।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) লাহোর থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোনের মরদেহ গ্রহণ করেন নাভিদ। করাচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, “হুমায়রা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। বরং গণমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি বলেন, “আমরা তিন দিন ধরে পুলিশ ও চিপা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেছি মরদেহ বুঝে নেওয়ার জন্য। আসলে সম্প্রতি এক আত্মীয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবার মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি।”
হুমায়রার সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগাযোগ কমে যাওয়ার বিষয়ে নাভিদ বলেন, “গত ছয় মাস ধরে হুমায়রার ফোন বন্ধ ছিল। মা শেষবার যখন তার সঙ্গে কথা বলেন, তখনও হুমায়রা নিজের ঠিকানা জানাননি।”
গণমাধ্যমের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “পরিবারকে নিয়ে জল্পনা ছড়াবেন না। বরং প্রশ্ন করুন, ফ্ল্যাট মালিক কেন খোঁজ নেননি? দরজাটি কীভাবে ভেতর থেকে বন্ধ ছিল? বিল্ডিংয়ে সিসিটিভি ছিল না কেন?”
এদিকে করাচি পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যুর ঘটনা এখনও তদন্তাধীন। তার অ্যাপার্টমেন্ট থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে একটি ফোন এখনও নিখোঁজ। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ফরেনসিক বিশ্লেষণ চলছে।