ছন্দে ফিরেছে ছায়ানট
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভকারীদের
হামলা ও ভাঙচুরের পর চলতি বছরের নবম দিন শুক্রবার শুরু হয়েছে ছায়ানটের ‘শুদ্ধসংগীত উৎসব’। ওস্তাদ আলাউদ্দিন
খাঁ কে উৎসর্গ করে এই উৎসব চলবে শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ৩টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়।
ছায়ানটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী এই উৎসবকে মোট
তিনটি অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন ছিল শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন যথাক্রমে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা এবং বেলা ৩টা থেকে
রাত ৯টা পর্যন্ত চলবে। অধিবেশনের নিবেদন ছায়নট মিলনায়তন থেকে সরাসরি ছায়ানট ফেইসবুক
পেইজে সম্প্রচারিত হচ্ছে।
ছায়ানট সংস্কৃতিপ্রেমী বাঙালির জন্য একটি আবেগের নাম। ছায়ানটে আক্রমণের
পর অনুরাগীরা অর্থ সহায়তার জন্য এগিয়ে এলেও তা নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ। তাদের
ফেইসবুক পেইজে অফিসিয়াল নোটিশের মাধ্যমে অনুরাগীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তা
নিতে অপারগতা জানানো হয়। নোটিশে বলা হয়, ছায়ানট স্বয়ংসম্পূর্ণ। এর আগেও সরকারি অনুদান
ছাড়াই চলেছে এবং ভবিষ্যতেও একই গতিতে চলবে।
এর আগে গত ২৩ ডিসেম্বর সংস্কৃতির উপর সহিংস আক্রমণের প্রতিবাদে ছায়ানটের
সামনে শত শত মানুষের উপস্থিতিতে গানে গানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ছায়ানট সংগীত
বিদ্যায়তনের উপর সহিংস আক্রমণের পর কোনো অনুদান ছাড়াই নিজস্ব অর্থায়নে খুব অল্প দিনের
মধ্যেই সংকট কাটিয়ে উঠেছিল ছায়ানট।