শারদীয়ায় বক্স অফিসে দেবের ‘রঘু ডাকাত’-এর ঝড়, ছয় দিনে আয় ৩.৭ কোটি টাকা!
শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহে টলিউডে চলছে জমজমাট বক্স অফিস লড়াই। পূজাকে ঘিরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’। মহাষ্টমীর দিন ছবিটি একাই প্রায় ৯১ লক্ষ টাকা ব্যবসা করেছে, যা সিনেমা বিশেষজ্ঞদেরও অবাক করেছে।
প্রথমদিকে দেব-শুভশ্রীর জুটি অভিনীত ‘ধূমকেতু’র চেয়ে খানিকটা ধীর গতিতে শুরু করলেও, পূজার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ‘রঘু ডাকাত’-এর আয় ঊর্ধ্বমুখী। বিশেষত মহাষ্টমীতে ছবিটি প্রেক্ষাগৃহে রীতিমতো ‘দেব ধামাকা’ তৈরি করেছে।
ছবিটি ঘিরে বিতর্ক, রাজনৈতিক বক্তব্য, এমনকি প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ—কোনো কিছুই দেবের জয়যাত্রা থামাতে পারেনি। মুক্তির প্রথম দিন থেকেই এটি আরেক বড় রিলিজ ‘রক্তবীজ ২’-কে পেছনে ফেলেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ৬ দিনে ‘রঘু ডাকাত’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩.৭ কোটি টাকা। এর মধ্যে মহাষ্টমীর দিন সর্বোচ্চ ৯১ লক্ষ টাকা আয় হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭ লক্ষ টাকা বেশি।
অন্যদিকে, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘রক্তবীজ ২’-এর ব্যবসাও ভালো চলছে। তবে দেবের ছবির তুলনায় আয় অনেকটাই কম। মহাষ্টমীর দিনে ছবিটির কালেকশন ছিল ৫৬ লক্ষ টাকা, আর এ পর্যন্ত এর মোট আয় ২ কোটি ১৫ লক্ষ টাকা।