১০ বছর পর আবার একসাথে: দেব-শুভশ্রী ‘ধূমকেতু’-তে
টালিউডের প্রিয় জুটি দেব-শুভশ্রী ব্যক্তিজীবনে আলাদা হলেও ১০ বছর পর বড় পর্দায় মিলিত হয়েছেন। নতুন ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে কলকাতায় এবং দর্শকরা বিপুল আগ্রহ দেখিয়েছেন।
শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তী-র সঙ্গে বিবাহিত এবং দুই সন্তানের মা। দেব দীর্ঘদিন ধরেই অভিনেত্রী রুক্মিণী মৈত্র-র সঙ্গে সম্পর্কে আছেন। দেব বলেছেন, অতীত থেকে সবাই এগিয়ে যায়, সুখী হওয়াই জীবনের মূল।
মন্দিরে পূজা দেওয়ার সময় দেব মা-বাবা, দিদি এবং বর্তমান প্রেমিকা রুক্মিণীর নামও উল্লেখ করেন। শুভশ্রীও হাসি ধরে রাখতে পারেননি।
প্রথম দিনে ছবি আয় করে ২.১০ কোটি টাকা। স্বাধীনতা দিবসে দ্বিতীয় দিনে আয় হয়েছে ৩.০২ কোটি টাকা। দুই দিনের মোট আয় দিয়ে ‘ধূমকেতু’ এখন টালিউডের ইতিহাসে সর্বোচ্চ দুই দিনের কালেকশন।
দর্শক এবং ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব-শুভশ্রী এবং সিনেমা সংশ্লিষ্টরা।