মেহজাবীন-রাজীবের প্রেম ‘সাইয়ারা’র গল্পের মতো মধুর
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেম আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন তারা।
বিশ্বের নানা প্রান্ত ঘুরে বেড়িয়েছেন এই তারকা জুটি, আর রিল লাইফের মতোই তাঁদের রিয়েল লাইফও প্রেম ও আনন্দে পরিপূর্ণ। বিয়ের দিনটি ছিল এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত, যা ভক্তরাও ভালোবেসে স্মরণ করে।
সম্প্রতি বলিউডের সিনেমা ‘সাইয়ারা’র প্রেমময় গল্প নিয়ে মেহজাবীন-রাজীবের একটি ভিডিও তৈরি করেছেন এক ভক্ত, যেখানে তাঁদের বিয়ের দিনসহ প্রেমময় মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’ — যেখানে ‘সাইয়ারা’ শব্দ দিয়ে রাজীবকে বোঝানো হয়েছে।
এই ভিডিওটি মেহজাবীন নিজেও শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “AWW!” যা প্রমাণ করে এই প্রেমময় মুহূর্তগুলো তাদের জন্য কতটা বিশেষ।