বারবার শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করছেন মিষ্টি জান্নাত, গুঞ্জনে ফের সরগরম সোশ্যাল মিডিয়া
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—তা অভিনয়ের জন্য যতটা না, তার ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন এই নায়িকা, আর এবারও তার কেন্দ্রবিন্দুতে ঢালিউড সুপারস্টার শাকিব খান।
সামাজিক মাধ্যমে সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত। এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার শাকিবের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ফলে নতুন করে গুঞ্জনের ঝড় উঠতে সময় লাগেনি।
নেটিজেনদের একাংশের দাবি, আলোচনায় থাকতে এই ‘নস্টালজিয়া কৌশল’ ব্যবহার করছেন মিষ্টি জান্নাত। এর আগেও অভিনেতা বাপ্পী এবং টলিউডের এক নায়কের সঙ্গে পুরোনো ছবি শেয়ার করেছিলেন তিনি। কয়েক মাস আগেই বিমানবন্দরে শাকিব খানের সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করে ভাইরাল হন মিষ্টি। তখনও ভক্তদের মধ্যে শুরু হয় প্রেম-গুঞ্জন, তুলনা টানা হয় অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে, এমনকি মিষ্টিকে কেউ কেউ ‘সতীন’ বলেও আখ্যা দেন।
তবে জানা যায়, সেই ছবিগুলো ছিল ফ্লাইটে শাকিবকে দেখে তোলা স্বাভাবিক সেলফি, যেগুলো পোস্ট করে বিভ্রান্তিতে ফেলেন নেটিজেনদের। বারবার একই ধরনের কনটেন্ট শেয়ার করায় অনেক শাকিব-ভক্ত এবার ক্ষোভও প্রকাশ করছেন। তাদের ভাষায়, বারবার একই অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকতে চাচ্ছেন মিষ্টি।
তবে মিষ্টি জান্নাতের ভক্তদের একাংশ বলছেন, সহশিল্পীর সঙ্গে পুরোনো ছবি পোস্ট করা অস্বাভাবিক কিছু নয়। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে একই অভিনেতার সঙ্গে তৃতীয়বার ছবি প্রকাশ করাকে কেন্দ্র করে এবার প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের সময় শোনা যায়, পাত্রী হিসেবে একটি ডাক্তার মেয়েকে পছন্দ করেছে তার পরিবার। তখন অনেকেই ধারণা করেন, হয়তো সেই পাত্রী হচ্ছেন মিষ্টি জান্নাত—কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ বিষয়ে মিষ্টিকে প্রশ্ন করা হলে, তিনি হেসে বলেন, “হলেও হতে পারে, দেখা যাক।”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসাতেও যুক্ত। তবে বর্তমানে তাকে ঘিরে যত আলোচনা, তা মূলত তার সোশ্যাল মিডিয়া কার্যক্রমকে ঘিরেই বেশি।