১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
জেমস ক্যামেরনের জনপ্রিয় ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ১৭ ডিসেম্বর থেকে প্রধান বাজারগুলোতে মুক্তি পেতে যাচ্ছে।
২০০৯ সালে প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির ১৬ বছর পর আসছে এই নতুন কিস্তি; যাকে ঘিরে বক্স অফিসে বড় সাফল্যের প্রত্যাশাও তৈরি হয়েছে। ছবিটির প্রিমিয়ার হয়েছে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেস ও প্যারিসে।
আমেরিকান ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে রেকর্ড গড়ে। আর ২০২২ সালের ‘দা ওয়ে অব ওয়াটার’ কোভিড-পরবর্তী সময়েও প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করে আলোচনায় আসে। নতুন ছবিটি এই সাফল্যের ধারা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’র গল্পে আবার ফিরছেন নায়ক জ্যাক সালি (স্যাম ওয়ার্থিংটন) ও তার স্ত্রী নেইতিরি (জো সালডানা)। আগের ঘটনার ধারাবাহিকতায় তারা তাদের বড় ছেলে নেতিয়েমের মৃত্যুতে শোক কাটিয়ে পরিবারকে নতুন করে গড়ার চেষ্টা করবে। তাদের সঙ্গে রয়েছে দত্তক নেওয়া না’ভি কিশোরী কিরি (সিগর্নি ওয়েভার) এবং মানব শিশু স্পাইডার (জ্যাক চ্যাম্পিয়ন)—যাকে পরিবারের সবাই গ্রহণ করলেও নেইতিরি পুরোপুরি মেনে নিতে পারেননি।
প্যারিসে সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, ছবিতে এমন প্রজন্মকে দেখা যাবে যারা ‘মিশ্র পরিচয়ের শিশু’। তাদের মা শতভাগ না’ভি ঐতিহ্যবাদী, আর বাবা অন্য নক্ষত্রজগত থেকে আসা।জেমস ক্যামেরনের জনপ্রিয় ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ১৭ ডিসেম্বর থেকে প্রধান বাজারগুলোতে মুক্তি পেতে যাচ্ছে।
২০০৯ সালে প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির ১৬ বছর পর আসছে এই নতুন কিস্তি; যাকে ঘিরে বক্স অফিসে বড় সাফল্যের প্রত্যাশাও তৈরি হয়েছে। ছবিটির প্রিমিয়ার হয়েছে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেস ও প্যারিসে।
আমেরিকান ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে রেকর্ড গড়ে। আর ২০২২ সালের ‘দা ওয়ে অব ওয়াটার’ কোভিড-পরবর্তী সময়েও প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করে আলোচনায় আসে। নতুন ছবিটি এই সাফল্যের ধারা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’র গল্পে আবার ফিরছেন নায়ক জ্যাক সালি (স্যাম ওয়ার্থিংটন) ও তার স্ত্রী নেইতিরি (জো সালডানা)। আগের ঘটনার ধারাবাহিকতায় তারা তাদের বড় ছেলে নেতিয়েমের মৃত্যুতে শোক কাটিয়ে পরিবারকে নতুন করে গড়ার চেষ্টা করবে। তাদের সঙ্গে রয়েছে দত্তক নেওয়া না’ভি কিশোরী কিরি (সিগর্নি ওয়েভার) এবং মানব শিশু স্পাইডার (জ্যাক চ্যাম্পিয়ন)—যাকে পরিবারের সবাই গ্রহণ করলেও নেইতিরি পুরোপুরি মেনে নিতে পারেননি।
প্যারিসে সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, ছবিতে এমন প্রজন্মকে দেখা যাবে যারা ‘মিশ্র পরিচয়ের শিশু’। তাদের মা শতভাগ না’ভি ঐতিহ্যবাদী, আর বাবা অন্য নক্ষত্রজগত থেকে আসা।