পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিটি ছিল অলিখিত ফাইনাল। সমতায় থাকা সিরিজে যে জিতবে, ট্রফি তার। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ডুবল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। স্বাগতিকদের মাত্র ৮৪ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের সহজ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। অথচ তৃতীয় ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু টানা দুই হারে সেটি পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯।
শুক্রবার কক্সবাজারের একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে জুনিয়র টাইগ্রেসরা। স্কোরবোর্ডে মাত্র ১৪ রান যোগ হতেই ওপেনার মায়মুনা নাহারের বিদায়ে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১ রানেই ৫ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
দলের বিপদে একাই লড়াই করেছেন সাদিয়া আক্তার। হাবিবা ইসলামকে (৯) নিয়ে ২২ রানের ছোট একটি জুটি গড়লেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। সাদিয়ার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৭ রান। বাকিদের ব্যর্থতায় মাত্র ৮৪ রানেই অলআউট হয় স্বাগতিকরা। পাকিস্তানের বারিরাহ সাইফ ৩টি ও রোজিনা আকরাম ২টি উইকেট শিকার করেন।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক ইমান নাসেরকে ‘ডাক’ উপহার দিয়ে সাজঘরে পাঠান অতশী মজুমদার। এরপর ১০ রান করা রাহিমা সাঈদ রানআউটে কাটা পড়লে কিছুটা আশা জাগে বাংলাদেশের। তবে তৃতীয় উইকেটে কমল খান (২৫) ও আকসা হাবিবের (২১) ৩৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথে রাখে। শেষদিকে ফিচা ফায়াজ ও আরিশা আনসারির অপরাজিত ব্যাটে ১৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।