বিলবাওকে উড়িয়ে সুপার কাপের সেমিতে বার্সেলোনা
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে রীতিমতো উড়িয়ে দিয়ে
ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে
৫-০ গোলের বড় জয় পায় কাতালান জায়ান্টরা।
ম্যাচের প্রথমার্ধেই কার্যত সব অনিশ্চয়তার অবসান ঘটায় বার্সেলোনা। মাত্র
১৬ মিনিটের ব্যবধানে চারটি গোল করে ইতিহাস গড়ে তারা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে
প্রথমার্ধে চার গোল করার এটিই প্রথম ঘটনা।
২২তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে গোলের সূচনা করেন ফেরান তোরেস। এর
পরপরই দুর্দান্ত এক শটে টপ কর্নারে বল পাঠান ফেরমিন লোপেজ। ৩৮ মিনিটের মধ্যে ব্যবধান
আরও বাড়ান রুনি বার্দঘজি ও রাফিনিয়া। বার্দঘজির শক্তিশালী শট অ্যাথলেটিক গোলরক্ষক উনাই
সিমনের হাত ফসকে জালে ঢুকে যায়, আর রাফিনিয়া নিখুঁত ফিনিশে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান
ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে বার্সেলোনা।
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জয় পেল হ্যান্সি
ফ্লিকের শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অ্যাতলেটিকো মাদ্রিদ অথবা ১৩ বারের চ্যাম্পিয়ন
রিয়াল মাদ্রিদ, যারা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অপর সেমিতে মুখোমুখি হবে।
রবিবার জেদ্দাতেই অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সৌদি আরব
ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত দেশটিতেই এই টুর্নামেন্ট
আয়োজন করা হবে।