ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি
বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—না গেলে পয়েন্ট কর্তনের মতো শাস্তি পেতে হবে—ইএসপিএনক্রিকইনফোর এমন প্রতিবেদনের পর ক্রিকেটাঙ্গনে তৈরি হয় তীব্র আলোচনা। তবে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসি কখনোই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে বাধ্য করার কথা বলেনি। তিনি বলেন, ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি আমাদের বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।
তিনি জানান, আইসিসির সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক আলোচনাও হয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে। আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে কেন আমরা ভারতে যেতে চাই না। আমরা মেইলে জানিয়েছি—আমাদের কিছু নিরাপত্তাজনিত উদ্বেগ আছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে আইসিসি বিসিবির কাছে আবারও বিস্তারিতভাবে জানতে চেয়েছে—কোন কোন কারণে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে এবং কেন ভারতীয় মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয় বলে বিসিবির ধারণা। এসব বিষয় লিখিতভাবে আইসিসিকে জানানো হবে।
তবে আইসিসি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিংবা বাংলাদেশকে ভারতে না গেলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এমন কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানান বিসিবি সভাপতি। তার মতে, হুট করে বলা হচ্ছে আইসিসি ভারতেই খেলতে বলেছে—এই তথ্য একদমই মিথ্যা।