প্রধান কোচের দায়িত্ব ছাড়ার আভাসে নতুন সংকটে নোয়াখালী
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল শুরুর আগের দিন নোয়াখালী এক্সপ্রেসে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর পর অনুশীলন শুরুর আগেই দলের প্রধান কোচ খালেদ মাহমুদ হঠাৎ মাঠ ত্যাগ করেন।
সাংবাদিকদের
প্রশ্নে তিনি জানান, দলের লজিস্টিক ব্যবস্থাপনায় তিনি চরম অসন্তুষ্ট এবং এ অবস্থায়
বিপিএলে কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি স্পষ্টভাবে নোয়াখালী
এক্সপ্রেসের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করতে না চাওয়ার কথা জানান।
দলের কর্মকর্তারা সিদ্ধান্ত
পুনর্বিবেচনার অনুরোধ করলেও শেষ পর্যন্ত সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে
খালেদ মাহমুদ স্টেডিয়াম ছেড়ে যান। তাঁর এই হঠাৎ সিদ্ধান্ত বিপিএল শুরুর আগে
নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।