শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে: বাফুফে সভাপতি
আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স
(কেকেআর) দলে নিয়েছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। নিলামে চেন্নাই
সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কলকাতার তুমুল লড়াই হয়েছিল তাকে পাওয়ার জন্য।
কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফলে এবারের
আইপিএল আসরে খেলা হচ্ছে না ‘দ্য ফিজ’ খ্যাত এই পেসারের।
এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের
টানাপোড়েন এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ইস্যুকে কেন্দ্র করে সমালোচনা
শুরু হয়েছিল মুস্তাফিজের দলে নেওয়াকে ঘিরে। বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাম্প্রতিক
পরিস্থিতি’ বিবেচনা করে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআরকে রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার
অনুমতিও দেওয়া হয়েছে।
এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি
তাবিথ আউয়াল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কেবল রাজনৈতিক চাপের কারণে মুস্তাফিজকে বাদ
দেওয়া হয়েছে, যা তিনি অত্যন্ত হতাশাজনক বলে মনে করেন।
তাবিথ লিখেছেন, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা
ও পারফরম্যান্স দিয়ে আইপিএলে জায়গা করে নিয়েছিলেন। শুধু তার জাতীয়তার কারণে তাকে বাদ
দেওয়া একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম উদাহরণ। এটা ক্রিকেটের মতো
জেন্টলম্যানস গেমে একেবারেই কাম্য নয়।’
তিনি বিসিসিআই ও ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, খেলাধুলাকে
রাজনীতির সঙ্গে মেশানো বন্ধ করতে। ‘খেলাধুলার অসীম শক্তি আছে মানুষকে এক করার। এটাকে
বিভাজনের হাতিয়ার না বানিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যম করুন,’ যোগ করেন তিনি।
শেষে মুস্তাফিজকে উৎসাহ দিয়ে তাবিথ লিখেছেন, ‘শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’