নবীকে নিয়ে কটূক্তি: জয়পুরহাটের পাঁচবিবি থেকে যুবক সুভাসিস আটক
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে নবীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় সুভাসিস চৌধুরী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব। আটক সুভাসিস পৌর শহরের ভুমি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা শ্রী বিমলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সুভাসিস তার ব্যক্তিগত ফেসবুক আইডি “সুভাস চৌধুরী (shuvas Chowdhury)” থেকে কটূক্তিমূলক একটি পোস্ট করেন “এসো নবী গাছের তলে মাল খাবো বস থেকে”। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি আঁচ করতে পেরে রাতেই সুভাসিস তার ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি ডিলিট করে ফেলেন এবং পালিয়ে অন্যত্র চলে যান। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষজন তার বাড়ির সামনে ভিড় করতে থাকেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থলে যান। তিনি উত্তেজিত জনতা ও সুভাসিসের পরিবারের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেন। পাশাপাশি অভিযানের মাধ্যমে সুভাসিসকে আটকের নিশ্চয়তাও দেন। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সুভাসিসকে আটক করে।
পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। উত্তেজিত জনতা ও সুভাসিসের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুভাসিসকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।