উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের চরাঞ্চলে তাদের টিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘটনার সময় পাশের ঘরে থাকা তাদের তিন সন্তান অক্ষত ছিল। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোট তিন সন্তান এখন এতিম হলো।
স্থানীয় চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন।