শারদীয় দুর্গোৎসবে যশোরে বর্ণিল আয়োজন পাশে বিএনপি নেতারা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত যশোরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি লালদীঘি পাড়স্থ হরিসভা মন্দির, বেজপাড়া সার্বজনীন পূজা মন্দির, বেজপাড়া রায় বাড়ি দুর্গা মন্দির, বেজপাড়া শহীদ সুধীর ঘোষ মন্দির, আর এন রোড বাণী জুয়েলার্স মন্দির, রেল রোড হরিজন পল্লী মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন মন্দির পরিদর্শন করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারাদেশের মতো যশোরেও বর্ণিল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা পূজা মন্দিরগুলোতে দায়িত্ব পালন করছে এবং রাত জেগে পাহারা দিচ্ছে।
সাক্ষাতে জেলা ও শহর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা শাখার নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যরা উপস্থিত ছিলেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।