তফসিল 'প্রত্যাখ্যান' করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ
বাংলাদেশে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ থাকা রাজনীতি দল আওয়ামী লীগ নির্বাচনের তফসিল প্রত্যাখান করলেও নির্বাচন বয়কট করছে না এমন ঘোষণা দিয়েছে। দলটি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।
আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে,
দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত এই নির্বাচনী
তফসিল তারা প্রত্যাখ্যান করছে। ভারতে অবস্থানরত দলটির নেতারা ফেব্রুয়ারিতে
অনুষ্ঠেয় নির্বাচনকে “অসাংবিধানিক
সরকারের অধীনে একটি অবৈধ নির্বাচন”
বলে মন্তব্য করেছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে
ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাসহ দলটির বহু শীর্ষ নেতা
বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তফসিল প্রত্যাখ্যান করা হলেও দলের পক্ষ থেকে
আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কটের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে গত অক্টোবরে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে।
গত ১১ই ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা ও নিবন্ধন স্থগিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।