ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ঢাকা সেনানিবাস) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা
১২টার দিকে আসনটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের
উপদেষ্টা আব্দুস সালাম এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমাদের নেতা তারেক রহমানকে বিদেশের মাটিতে রাখা হয়েছে। তার ওপর সীমাহীন অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছে। আজ সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমরা আনন্দিত। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।’
নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে আব্দুস সালাম আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমান এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বর্তমানের বহুমুখী সংকট থেকে দেশকে উত্তরণ ঘটাতে সক্ষম হবেন। ’
উল্লেখ্য,
তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার আদি জেলা বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন
করছেন।
ঢাকা-১৭ আসনে জোটের অন্যতম শরিক দল বিজেপি প্রধান আন্দালিব রহমান পার্থ তার প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই আসনে তারেক রহমানের অবস্থান আরও সুসংহত হয়েছে।
মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা-১৭ নির্বাচনি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারেক রহমানের এই অংশগ্রহণ দলীয় কর্মীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করেছে।