হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ডের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে এখন কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও সার্বিকভাবে তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেছে বোর্ড।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার
(১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের পর হাদিকে এভারকেয়ার
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ব্রেন
প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট অব্যাহত থাকবে। শারীরিক অবস্থা
কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করার সম্ভাবনাও রয়েছে।
মেডিকেল বোর্ড জানায়, হাদির
ফুসফুসেও আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় টিউবটি
আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন
করে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, আগে শরীরে রক্ত জমাট
বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিলেও তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে
এসেছে এ অবস্থাও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত
উপাদান সঞ্চালন চলবে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা হচ্ছে বলেও বোর্ড জানায়। রক্তচাপ নিয়ন্ত্রণে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। প্রয়োজনে হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে
রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে লক্ষ্য
করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে
নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর
করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।