শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর)
জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন জুমার নামাজের পর গুলশানের
বাসভবন থেকে রাজধানীর শেরে বাংলা নগরে বাবার কবর জিয়ারত করতে যাবেন তিনি। সেখান থেকে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে তারেক রহমানের দেশে ফেরার
প্রথম তিন দিনের কর্মসূচির কথা সাংবাদিকদের জানিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ
উদ্দিন আহমেদ।
প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফিরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে
৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
থেকে বাসে করে মঞ্চের উদ্দেশে রওনা করেন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা
মঞ্চে পৌঁছান তিনি।
এর আগে, দুপুর ১২টা ৩৫মিনিটে
তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয়
নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে
পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।
তার আগে, দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।