যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির
সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে
না। যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর পুরান
ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি
এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস
বলেন, দেশের যারা ভালো চায় না, দেশকে ভালবাসে না তারা দেখতে মানুষের মত কিন্তু
মানুষরূপী শয়তান।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি
গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না।
শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে
গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও
বিএনপি মানুষের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের
প্রতিহত করা হবে।
এরা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের
বিরোধিতা করেছিল। এরা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ
ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক।
তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে থাকব। ২৪-এর অধিকার মানুষ
রক্ত দিয়ে আদায় করেছে। সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের সর্বত্র আজ
অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে শহীদ জিয়ার হাতে
গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বেগম খালেদা জিয়া তা লালন করেছেন।
সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান। তারেক রহমান আসছেন
মানে গণতন্ত্র ফেরত আসছে। দেশের জনগণ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম প্রমুখ।