তারেক রহমানের সংবর্ধনায় আসলে কত লাখ মানুষ হয়েছিল
তারেক রহমানের গণসংবর্ধনায়
জনসমাগমের রেকর্ড গড়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তাদের দাবি, এই অনুষ্ঠানে প্রায়
৫০ লাখ মানুষ জড়ো হয়েছেন।
তবে এই দাবি কতটা যৌক্তিক
সে বিষয়ে একটি বিশ্লেষণ করেছে টাইমস টুডে। মূলত কোন সমাবেশকে ঘিরে কত লোক জমা হয়েছে
সেটি গণণার জন্য এরিয়া ও ডেনসিটি মেথড ব্যবহার করা হয়। যেটাকে জেকবস মেথডও বলা হয়।
১৯৬০ সালে অধ্যাপক হার্বার্ট জেকব সমাবেশের লোক সংখ্যা নির্ধারণে একটি পদ্ধতি ব্যবহার
করেন।
সেখানে তিনি অল্প ভিড় হলে
প্রতি বর্গমিটারে একজন, স্বাভাবিক ভিড় হলে দুইজন, মাঝারি ভিড়ে তিনজন ও ঘন ভিড়ে চারজন
উপস্থিত থাকে বলে ধারণা করা হয়। ফলে অঞ্চল থেকে ঘনত্ব গুণ করলেই মোট জনসমাগম বের করা
যায়।
মূলত সমাগমের দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে বর্গমিটারের হিসাব বের করা হয়। কুড়িল বিশ্বরোড থেকে সংবর্ধনার মঞ্চ পর্যন্ত ঘন ভিড় ছিল প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্য জুড়ে। আর পূর্বাচলের ৩০০ ফুট রাস্তা মিটারের হিসাবে প্রায় ৭১ মিটার। ৭১ মিটারকে ৪ হাজার মিটার দিয়ে গুণ করলে আয়তন দাঁড়ায় ২ লাখ ৮৪ হাজার বর্গমিটার। প্রতি বর্গমিটারি চারজন ধরে হিসাব করলে মোট উপস্থিতি দাঁড়ায় প্রায় ১১ লাখ ৩৬ হাজার।
সংবর্ধনা মঞ্চ থেকে বালুব্রিজ
হয়ে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ৪ কিলোমিটার পর্যন্ত মাঝারি আকারের
জন সমাগম ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৮ লাখ ৫২ হাজার লোক। আর অস্থায়ী অভ্যর্থনা
মঞ্চে ঘন উপস্থিতি দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ১ লাখ ৬০ হাজার এর মতো।
বিমানবন্দর থেকে ৩০০ ফুটের রাস্তার ধারে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এই রাস্তার প্রস্থ ৩০ মিটার আর দৈর্ঘ্য প্রায় ৫ হাজার মিটার। মাঝারি জনসমাগম ধরে নিলে সেখানে মোট উপস্থিতি ৪ লাখ ৫০ হাজার। কুড়িল বিশ্বরোড থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত ৩ কিলোমিটার দূরত্বে মাঝারি উপস্থিতি ছিল। ২০ মিটার প্রসস্ত চার লেনের এই রাস্তায় উপস্থিতি ছিলেন ১ লাখ ৮০ হাজার।
এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসভবন পর্যন্ত ২০ মিটার প্রস্থ
রাস্তায় দূরত্ব ৪ কিলোমিটার। সেখানে স্বাভাবিক ভিড় লক্ষ করা যায়। সে হিসাবে উপস্থিত
ছিলেন প্রায় ১ লাখ ৬০ হাজার। তথ্য বিশ্লেষণ করে দেখা এই সমাবেশে মোট উপস্থিত ছিলেন
৩২ লাখ ২০ হাজার।
তবে শুধু রাস্তায় থাকা মানুষ নয়, এলাকাবাসীও উপস্থিত ছিলেন। তাদের এই গণণার অংশে ধরা হয়নি। তাহলে সংখ্যার হিসাব আরও বাড়তে পারে।