‘কোনও নাগরিককেই বেআইনিভাবে গ্রেফতার করা হবে না’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শুধু করেন, অতীতে দাঁড়ি-টুপি রাখার কারণেও অনেককে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে নির্যাতন করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর)
সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক সভায় তিনি
এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন,
একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ
করে না। তিনি বলেন, তারা ঘুরিয়ে-ফিরিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল?’
তিনি আরও বলেন, জনগণের সামনে সামনে হয়তো তারা দাবি করবে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছে, অন্য কেউ করেনি। নির্বাচনের মাঠে এ ধরনের অনেক বক্তব্য শোনা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সালাহ
উদ্দিনের দাবি, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন; ধর্মকে ব্যবহার করে আর ভোট আদায় করা
সম্ভব নয়। তবুও নিজেদের পরিকল্পনা ও বার্তা মাঠে-ময়দানে আরও জোরালোভাবে নিয়ে যাওয়ার
আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি
বলেন, গণতান্ত্রিক উত্তরণের একটি “সফল ঘোষণা” সম্প্রতি এসেছে, যাকে বিএনপি নির্বাচনি
তফসিল হিসেবে দেখছে।