জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কাজ করছে: হাসনাত
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, ‘শরীফ ওসমান
হাদি থেকে শুরু করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী, তাহরিমা সুরভীর ঘটনাগুলো
দেখলে বোঝা যায়, রাষ্ট্রযন্ত্র থেকে প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের কীভাবে দেখছে। জুলাইয়ে
যারা অংশ নিয়েছে, রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। তাদের অপ্রাসঙ্গিক
করে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘ওসমান হাদির
হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল কারও কর্মকাণ্ডে অগ্রগতি বোঝা
যায় না। হাদির পর কিছু ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরুদ্ধে
অবস্থান নিয়েছে।’
এনসিপি এই নেতা বলেন, ‘নির্বাচন
কমিশনের আচরণ উদ্বেগজনক। আইন সবার জন্য সমান হওয়া উচিত। কমিশন ব্যক্তিবিশেষে আচরণ ভিন্ন
করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই
গণতান্ত্রিক পথ উন্মোচিত হওয়ার যে রাস্তা উন্মুক্ত হয়েছে, সেটি প্রসারিত হোক। আমরা
সংস্কারের পক্ষে, ভারত বিরোধীতার পক্ষে।’
পরিশেষে তিনি বলেন, ‘এবারের
নির্বাচনে দুটি ভাগ হয়েছে। যারা সংস্কারের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে তাদের সমর্থন দিন। সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা অবস্থান নেবে আপনারা তাদের পক্ষ নেন।’