শনিবার ভোটার হবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর গতকাল নিজ মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনেও অংশ নেবেন তিনি।
বিএনপির পক্ষ
থেকে জানানো হয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন আবেদন করতে নির্বাচন কমিশনে
আসবেন তিনি।
ইসি কর্মকর্তারা
জানান, ‘সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে। গণমাধ্যম থেকে জানতে পেরেছি আগামীকাল
শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য তারেক রহমান ইসি ভবনে আসবেন। আমরা প্রস্তুতি
নিয়ে রেখেছি। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।’
তারেক রহমানের
ভোটার হওয়া নিয়ে আইনি কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল
ইসলাম সরকার জানান, জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর তিনি ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য
আবেদন করবেন, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আইনি কোনো জটিলতা নাই।
তারেক রহমান
ভোটার হতে নির্বাচন কমিশনে আসলে অতিরিক্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা জানতে
চাইলে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন
ভবন কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) প্রতিষ্ঠান। সে হিসাবে নিরাপত্তা ব্যবস্থা যতটুকু
থাকা দরকার নির্বাচন কমিশন সবসময় এটা নিশ্চিত করে। সুতরাং এখানে যারা ভোটার হতে আসেন
বা আসবেন এই নিরাপত্তার ব্যবস্থা আমরা রাখি সবসময়।’
গুলশানের বাসায়
ভোটার হবেন, নাকি নির্বাচন অফিসে ভোটার হবেন এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি
এখনও।
নির্বাচন কমিশনার
জানান, অবস্থার পরিপ্রেক্ষিতে দুইভাবেই হতে পারে। যেকোনো একটা বেছে নেওয়া হতে পারে।
যথাসময়ে এটা জানানো হবে।