খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে: আমানউল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে হত্যার কারণ একটাই। তিনি ছিলেন বাংলাদেশের জনগণের অভিভাবক। এই বাস্তবতা মেনে নিতে না পেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা তার মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখব না। এর দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
আমানউল্লাহ আমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামের পাশে আজ যুক্ত হয়েছে আপসহীন নেত্রী পরিচয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি যে আপসহীন ভূমিকা রেখেছেন সেটাই তার প্রমাণ।